English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
- Advertisement -

২৪-এর বিপ্লবের ফসল ঘরে তুলেই আমাদের সংগ্রাম শেষ হবে: ​মামুনুল হক

- Advertisements -

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২৪-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা পয়গাম পৌঁছে দিয়েছিল- এই বাংলাদেশ এবার নতুন রূপে গড়ে উঠবে। ২৪-এর বিপ্লবের চেতনা হল, আমরা বারবার বিজয় অর্জন করেছি, বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি। কিন্তু এবার ২৪-এর বিপ্লবের ফসল ঘরে তুলে আমাদের সংগ্রাম শেষ হবে।

বুধবার গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিশের শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে গাজীপুর-৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা এহসানুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কৃষক-শ্রমিকজনতার উদ্দেশে মামুনুল হক বলেন, অতীতে বাংলাদেশে আয় বেড়েছে, ইনকাম বেড়েছে, উন্নয়ন হয়েছে কিন্তু গরীবের হয় নাই। সরকারি দলের বড় বড় নেতাদের উন্নতি হয়েছে, জনগণের উন্নতি হয় নাই।

মামুনুল হক বলেন, ১৮ কোটি মানুষের মধ্যে ১৮ জন মানুষ মিলে ২৮ লক্ষ কোটি টাকা লোপাট করেছে, দুর্নীতি করেছে। এভাবেই সারা দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, অল্প কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়। এই দুর্নীতি, অপশাসন, বৈষম্য ও জুলুম যদি উৎখাত করতে হয়- একটাই ব্যবস্থা আল কোরআনের অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে।

মাওলানা হেদায়েত রহমানীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্ল্যাহ হাদীসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1mwr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন