দীর্ঘ ৮০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১৩ই নভেম্বর এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তিনি শঙ্কামুক্ত নন।
হাসপাতালে কোভিড রোগী বেশি থাকায় নিরাপত্তার কারণে তাকে আপাতত বাসায় রাখা হবে। বাসায় থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করবেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pi0b