নিবন্ধন না দেওয়ায় আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান অনশনরত অবস্থায় নির্বাচন ভবনের সামনে অসুস্থ হয়ে পড়েছেন। তার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।
বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনের সামনে টানা ৩০ ঘণ্টা ধরে অনশন করছেন দলটির এই নেতা। তিনি বলেন, আমৃত্যু অনশন করবো। দলের নেতাকর্মীরা জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। স্যালাইনও নিচ্ছেন না। নির্বাচন ভবনের অদূরেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।
সাংবাদিক আনিস আলমগীর তাকে দেখতে এসে বলেন, যারা জুলাইযোদ্ধা বা মানুষের সঙ্গে আছে তাদের নিবন্ধন না দেওয়াটা হতাশাজনক। আশা করি তিনি অনশন ভাঙবেন। নিজের শরীরের ক্ষতি করে আন্দোলন চালিয়ে যান এটা পছন্দ করি না। রফিকুল আমীনের মতো বিতর্কিত লোক, তার সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, তার মতো একজন চিহ্নিত জেলখাটা লোক যদি নিজের দলের নিবন্ধন পান, তাহলে তারেকের মতো নিবেদিত প্রাণ-এর দল কেন নিবন্ধন পাবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) তিন দলকে (এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলে দৌড়ে ছিটকে পড়ে তারেকের আম জনতার দল। এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান।
