রিটার্নিং অফিসারের কাছে করা আপিল আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাকিলা ফারজানা।
সাকিলা ফারজানা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসার ওই মনোনয়নপত্র বাতিল করলে পরে প্রার্থীতা ফিরে পেতে আপিল আবেদন করি। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর অবিচল আস্থা রেখে আপিল আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে আপিল আবেদন প্রত্যাহারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, সাকিলা ফারজানা সাবেক হুইপ এবং এ আসনের সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী।
