English

15 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
- Advertisement -

কাল সিলেট আসছেন মির্জা ফখরুল

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সিলেট সফরে আসছেন। শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হবেন।

পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সিলেটে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি সন্ধার দিকে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানা গেছে।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেটের জাতীয়তাবাদী ঘরানার নেতৃবৃন্দের মধ্যে তুমুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন আগামী নির্বাচনের রোড ম্যাপ তৈরি হয়েছে এবং পূন্যভূমি সিলেট থেকে তাদের নির্বাচনী কাজ শুরু করতেই এই সফর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/et4p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন