English

27 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫
- Advertisement -

চিন্তা করছি এরশাদের একটি বায়োপিক করলে কেমন হয়: বিদিশা

- Advertisements -

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বায়োপিক বানাতে চান তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।

বিদিশা বলেছেন, ‘আমাদের দেশের ডিরেক্টর ও আর্টিস্টরা এখন অনেক ক্রিয়েটিভ। তারা সুন্দর সুন্দর কাজ উপহার দিচ্ছেন। আমার মনে হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে যদি বায়োপিক করা যায়, তাহলে তার সম্পর্কে দেশের মানুষ অনেক কিছু জানতে পারবে। আমি আশাবাদী দেশকে একটি ভালো মুভি উপহার দিতে পারব।’

তিনি জানান, তার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘শত্রুর সঙ্গে বসবাস’ নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। বইটির একটা বড় অংশজুড়ে আছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বিদিশা বলেন, ‘আমি চিন্তা-ভাবনা করছি হুসেইন মুহম্মদ এরশাদের একটি বায়োপিক করলে কেমন হয়।’

সম্প্রতি মুক্তি পাওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। বিদিশা বলেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বায়োপিক হয়েছে, সেটা দেখার মতো হয়েছে। আমি রীতিমতো অবাক হয়েছি। যারা এখানে অভিনয় করেছেন, তারা প্রাণপণ দিয়ে অভিনয় করেছেন। এই সিনেমা না দেখলে বাঙালি বুঝবে না শেখ হাসিনা কত কী লস করেছেন। মুজিব সিনেমা দেখলে সবাই বুঝবে স্বজন হারানো কত কষ্টের।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন