English

18 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
- Advertisement -

জামায়াতের সঙ্গে জোট না গড়ার কারণ জানালেন চরমোনাই পীর

- Advertisements -

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমাদের আট দলীয় জোট থেকে বের হওয়ার মূল কারণ হলো, আমরা যখন দেখলাম জামায়াতের মাধ্যমে সংসদে ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন হবে না…। আমাদের মূল উদ্দেশ্য দেশের মধ্যে ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন করা। যার জন্য আমরা আর দলীয় জোট থেকে বের হয়ে এসেছি।

​রবিবার বিকেলে ময়মনসিংহ-৪ (সদর) আসনের কৃষ্ণচূড়া চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, অনৈতিক আচরণের মাধ্যমে আমাদের অনেক প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ তামাম দুনিয়ার মাঝে একবার দুইবার নয় পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তবে বাস্তবতা হলো আল্লাহ আমাদের সাথে আছে। এখন বাংলাদেশে ইসলামের পক্ষে একমাত্র দল ইসলামী আন্দোলন। কারণ জামায়াত বলেছে তারা প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবে।

ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিনের প্রশংসা করে তিনি বলেন, ডা. নাসির অত্যন্ত ভালো মানুষ। তাকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। মানুষের কল্যাণে কাজ করতে তাকে হাতপাখা প্রতীকে জয়যুক্ত করুন।

পথসভায় বক্তারা দুর্নীতির অবসান ঘটিয়ে ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন। বিশাল এই জনসভায় স্থানীয় নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের সমর্থনে স্লোগান দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ctjr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন