English

27.4 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
- Advertisement -

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপিকে নির্বাচনে নামানো অসম্ভব’

- Advertisements -

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপিকে নির্বাচনে নামানো অসম্ভব বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (৫ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, ২০১৮ সালে বিএনপিকে নির্বাচনে নেওয়া যত সহজ হয়েছিল, এবার তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপিকে নির্বাচনে নামানো অসম্ভব। এটা সম্ভব করতে গেলে জটিলতা বাড়বে।

তিনি বলেন, অতীতের মতো নির্বাচন করার স্বপ্ন সরকারকে ভুলে যেতে হবে। আওয়ামী লীগ যেহেতু উন্নয়ন করেছে তাহলে আস্থা নিয়ে জনগণের কাছে ‍যাক। জনগণ যদি লুটপাটের জন্য আবার তাদের নির্বাচিত করে আমরা, বাধা দেব না।

বিএনপির এই নেতা বলেন, যে নৌকার তলা ফেটে গেছে সেই নৌকায় কেউ মরতে উঠবে না। নদীতে পানি না থাকলে কেউ ঝাঁপ দেয় না। এখন মানুষ বলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।

গয়েশ্বর বলেন, ২০১৮ সালের নির্বাচনে মানুষ নৌকায় চড়ে নাই। পুলিশ দিয়ে আওয়ামী লীগ কিছু ভোট জোগাড় করছে। এবার সেই পুলিশ ভোট জোগাড় করবে কিনা সেটা মাথায় রাইখেন।

তিনি বলেন, এখনও সময় আছে পদত্যাগ করুন। মানুষ যাতে আগামীতে ভোট দিতে পারে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করুন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন