English

29 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫
- Advertisement -

তফসিল ঘোষণা হলে বুধবার ইসি অভিমুখে গণমিছিল: ইসলামী আন্দোলন

- Advertisements -

রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা তফসিল ঘোষণা দেশবাসী মানবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

তিনি বলেন, ‘আন্দোলনরত বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতা ছাড়া একতরফা তফসিল ঘোষণা হলে আগামীকাল বিকেল ৩টায় নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে গণমিছিল হবে।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পল্টনে দলের কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে মন্তব্য করে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না। রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিয়ে সমঝোতাবিহীন তফসিল ঘোষণা হলে নতুন করে দেশে সংকট তৈরি হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে তফসিল ঘোষণা করলে দলদাস হিসেবে চিহ্নিত হবে। দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে ইসি হাবিবুল আউয়াল কমিশন নির্বাচনের নামে জাতির সামনে আরেকটি তামাশার দ্বার উন্মোচন করতে চায়। কিন্তু জনগণ তা কোনোভাবেই মানবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের এ প্রেসিডিয়াম সদস্য জানান, একতরফা তফসিল ঘোষণা হলে আগামীকাল বুধবার বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত শেষে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল অনুষ্ঠিত হবে।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেক্রেটারি আব্দুল কাইয়ুম জানান, বুধবার বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে তারা জমায়েত হবেন। এরপর ইসি যদি নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে তফসিল ঘোষণার পর তারা নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল বের করবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন