English

20 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
- Advertisement -

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ৪ ফেব্রুয়ারি

- Advertisements -

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী সফরের নতুন তারিখ আগামী ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

বরিশাল সফরের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে তারেক রহমানের রাজনৈতিক সফরের সিডিউল পরিচালনাকারী ব্যক্তি আমাকে ফোন করেন।

তিনি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমান বরিশালে আসবেন। এটিই চূড়ান্ত তারিখ।

শিরিন আরও বলেন, ৪ ফেব্রুয়ারি তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। তার আকাশপথে আসার সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এদিকে বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিভাগ ও মহানগরসহ সাংগঠনিক আট জেলার নেতাদের সফরের বিষয়টি জানাতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে দীর্ঘ প্রায় ২০ বছর পর গত ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা ছিল তারেক রহমানের। পরে সেই তারিখ এক দিন পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে ২৪ জানুয়ারি বিকেলে ওই তারিখও পিছিয়ে দেওয়া হয়।

সে সময় সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা করে বিএনপি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/m3x3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন