এবার চারটি পৃথক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সেগুলো হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউ ও পতিতাবৃত্তি।
রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এনসিপির এই নেতা।
সারজিস আলম তার পোস্টে বলেন, ‘নারীদের অধিকার রক্ষায় যেকোনো যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে।কিন্তু সেসবের আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউয়ের মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলোকে প্রমোট করা হয় তবে সেই অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে।’
তিনি আরো বলেন, ‘পাশাপাশি পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনো পেশা হতে পারে না। বরং যারা বাধ্য হয়ে কিংবা ফাঁদে পড়ে এই পেশার সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন তাদের সেই পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পুনর্বাসন করা হোক।’