তিনি বিএনপির চেয়ারম্যান বটে, তবে সিলেট অঞ্চলে তার আরেকটা বড় পরিচয় আছে। আর তা হলো, তিনি বিয়ে করেছেন। সেই সুবাদে সিলেট অঞ্চলের তরুণ-যুবকদের কাছে তিনি দুলাভাই। আর এই পরিচয়টাই আরেকবার জোরালোভাবে তার সামনে উপস্থাপন করলেন বিএনপি নেতাকর্মীরা।
প্রধান অতিথি তারেক রহমান তার বক্তব্য শেষ করতেই ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আজ সিলেটের আলিয়া মাঠ।
সিলেটের আলিয়া মাদরাসা মাঠের সভামঞ্চে তারেক রহমান সস্ত্রীক উপস্থিত হন দুপুর ১টার আগে। এরপরই শুরু হয় তার বক্তব্য। প্রায় ২৫ মিনিট তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে বিএনপির জন্য ভোট প্রার্থনা করেন। বিএনপি ক্ষমতায় গেলে আগামীর বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে তিনি কি কি করবেন তাও জানালেন নেতাকর্মীদের।
প্রায় আধঘণ্টার বক্তব্য শেষ হতেই আলিয়া মাদরাসা মুখরিত হয়ে উঠে ‘দুলাভাই’ ‘দুলাভাই’। মঞ্চের সামনের দিক থেকে শুরু হয়ে এক সময় পুরো মাঠজুড়েই উঠে এই স্লোগান।
অবশ্য শুধু এই নির্বাচনী জনসভায়ই নয়, তিনি গত ডিসেম্বরের শেষের দিকে দীর্ঘদিন পর দেশে ফেরার পর থেকে সিলেট অঞ্চলের বিএনপির বিভিন্ন সভা সমাবেশ ও মিছিলে এমন স্লোগান উঠতে দেখা গেছে।
শুধুই কি স্লোগান! বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে দুলাভাই আসছে, রাজপথ কাঁপছে- এমন দেয়াল লিখনও চোখে পড়েছে অনেকের।
