বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করে নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না।
তিনি বলেন, সারা বাংলাদেশ যেই ৩১ তারিখ ভোর ৬টা থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত যা দেখেছে, আর যারা ২৫ তারিখ বিমানবন্দর থেকে ছয় ঘণ্টার যাত্রা শেষে ৩০০ ফিটে কাউকে আসতে দেখেছে—সেই সচেতন জনগণ কোনো দিন ধর্মব্যবসায়ীদের ভোট দেবে না।
রবিবার রাতে নোয়াখালী আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জাকারিয়া–তুহিন চৌধুরী প্যানেলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, অ্যাডভোকেট আবদুল হক ও অ্যাডভোকেট রবিউল হাসান।
মতবিনিময় সভায় বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনজীবীদের কল্যাণ এবং আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে অংশগ্রহণ করে জাকারিয়া–তুহিন চৌধুরী প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান নেতারা।
সভায় জেলা বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
