English

27.7 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
- Advertisement -

নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন : মির্জা ফখরুল

- Advertisements -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিছু রাজনৈতিক দলের আচরণের কারণে আমরা নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন।’ তবে যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।’

দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, প্রস্তুতির সব কাজ শেষ করা হয়েছে। তিনি বলেন, ‘সম্মেলনকে ঘিরে নানা আয়োজন রয়েছে।
আমরা আশা করছি, এটি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে। সবচেয়ে বড় পাওয়া হলো—আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।’ 

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের ক্লিন ইমেজসম্পন্ন আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে মির্জা ফখরুল কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরিদর্শনকালে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/t3xg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন