নির্বাচনী প্রচারণার জন্য স্বেচ্ছাসেবী কর্মী হওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী। শনিবার সকালে কর্মী হওয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় ডা. মনিষা চক্রবর্তী বলেছেন, আমাদের একটি কর্মী বাহিনী রয়েছে। কিন্তু বরিশাল-৫ আসন বিশাল এলাকা। সেই এলাকায় নির্বাচনী প্রচারণার সামর্থ্য নেই। তাই নির্বাচনী প্রচারণায় অফলাইনে ও অনলাইনে প্রচার-প্রচারণায় অংশ নিতে চান, কোনো না কোনোভাবে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করেন, একটা পরিবর্তনের জন্য চেষ্টা করতে চান, দুর্নীতির একটা ব্যবস্থাকে আমরা ভাঙতে চাই, যেখানে যারা সহযাত্রী হতে যুক্ত হতে চান, তাহলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
ডা. মনীষা ভিডিও বার্তার সঙ্গে একটি গুগল ফরম দিয়েছেন। সেই ফরম পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
