English

26.4 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

বাংলাদেশে এখন কাজের অভাব নেই: পরিকল্পনামন্ত্রী

- Advertisements -

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘কাজ করা মন্দের কিছু না। যে কাজই করেননা কেন, সে কাজই সম্মানের, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, বাংলাদেশে এখন কাজের অভাব নেই।’

করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণকালে শনিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘যেকোনো দুর্যোগে ভয়ের কিছু নেই। সবসময়ই জনগণের সুখে দুঃখে সরকার পাশে ছিল, পাশে আছে। শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেনসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dgtr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন