পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের জের ধরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার পর রাত তিনটার দিকে যৌথবাহিনী নুরুল হক নূরকে উদ্ধার করে গলাচিপা নিয়ে আসে।
গতকাল বৃহস্পতিবার (১২ জুন) রাতে এ ঘটনার সূত্রপাত হয়। এদিকে বিএনপি ও গণঅধিকার পরিষদ গলাচিপা পৌর এলাকায় প্রায় একই সময় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।
এরপর ১৪৪ ধারা জারি করে মাইকিং করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিক মাহামুদুল হাসান।
ঘোষণায় বলা হয়, গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
উভয়পক্ষের যুগপৎ কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে।
ঘোষণায় ইউএনও বলেন, আমি মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমার ওপর অর্পিত ক্ষমতাবলে জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশেপাশের এলাকায় শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে আগামী রবিবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করলাম।