বিএনপি কখনো লোভ-লালসার রাজনীতি করে না। এ কারণে কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করেনি বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নবাবপুরে ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।
ইশরাক বলেন, ‘গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েও কখনো আন্দোলন থেকে পিছু হটেনি।
আর সে কারণেই আজকে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হয়েছে।’
এ সময় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
