সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন দুটি প্রধান ভাগে বিভক্ত—একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দল।’ তার ভাষায়, অনেক ছোট ছোট দল, যারা একসময় বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের সঙ্গে ছিল, তারা এখন বড় অংশে জামায়াতের দিকে ঝুঁকছে। ফলে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মাঠে এখন বিএনপির সঙ্গে হাতে গোনা দু-চারটি দল আছে, তবে এভাবে চলতে থাকলে তারা টিকতে পারবে না এবং শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে মিলিত হবে। এই বাস্তবতা বিএনপি বুঝে গেছে ফলে বিএনপি-জামায়াতের রাজপথে সংঘাত একেবারে অনিবার্য।’
আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘যেমন আফগানিস্তানে তালেবান ছাত্ররা, যাদের একসময় খাটো করে দেখা হতো, তারা আমেরিকান ও রাশিয়ান বাহিনীকে পরাজিত করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছে। আমাদের দেশের মাদরাসা ছাত্রদের নিয়েও তাচ্ছিল্য করা হয়, কিন্তু সময় বদলে গেছে।
ছাত্রদের নেতৃত্বকে খাটো করে দেখলে চলবে না।’