English

24 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

বিএনপি নির্বাচিত হলে স্বৈরাচার মুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহমান

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচার মুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

বৃহস্পতিবার দুপুর সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ ২০২৪ সালে জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত কিরেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।

সভায় তারেক রহমান আরও বলেন, একটি দল মানুষের কাছে গিয়ে ইনিযে বিনিয়ে বলে যে , অমুকে কে দেখেছেন, তমুক কে দেখেছেন, এবার একবার আমাদেরকে দেখেন। তাদেকেতো মানুষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছে। তারা তখন দেশের মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল মা বোনের ইজ্জত লুন্টনের সাথে জড়িত ছিল। তাই তাদের আর নতুন করে কি দেখবে? তিনি বলেন, বেহেশত দোজখ পৃথিবী গ্রহ-নক্ষত্র সবকিছুর মালিক আল্লাহ। অথচ তারা জনগনের কাছে গিয়ে বেহেশত দিয়ে দিচ্ছে। এতেই প্রমাণ হচ্ছে, নির্বাচনে জয়লাভের আগে যদি তারা এমন প্রতরণামূলক কাজকর্ম করতে পারে তাহলে পরে তারা কি করবে? তিনি এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। তিনি বলেন, বিএনপির সরকার ,মা–বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। সিলেটের বহু মানুষ বিদেশে যায়। আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। সুযোগ তৈরি করতে চাই।

তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে আবারও খাল-খনন কর্মসূচি চালু, কৃষকের উন্নয়ন, বকারত্ব দূর করা এবং প্রশিক্ষণ দিয়ে বেকারদের জনশক্তিতে রূপান্তর করে বিদেশ পাঠানোর ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন। দেশের অর্ধৈক জনশক্তি নারীদের স্বাবলম্বী করে তোলার উপরেও জোর দিয়েছেন তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সভাফতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সঞ্চালনায় জনসভায় তিনি সিলেট ও সুনামগঞ্জের এগারো জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0fpj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন