ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ১৬টি হলের ফলাফলে শীর্ষ তিনটি পদেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে বিভিন্ন হলে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এসব ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে ভিপি, জিএস ও এজিএস তিনটি কেন্দ্রীয় শীর্ষ পদেই বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির-সমর্থিত প্যানেল।
এমন পরিস্থিতিতে বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে ‘বিজয়ের পর মুমিন-মুসলিম হিসেবে করণীয়’ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।