একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে নিজ নির্বাচনী জনসভায় এ পরামর্শ দেন তিনি।
সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, ‘কোন দল সরকার গঠন করবে, এটা কেউ জানে না। সুতরাং আপনারা বেশি কথা কইয়েন না।
১২ তারিখ মানুষের ফয়সালা কী হবে, সেটা আল্লাহ ভালো জানেন।’
এ সময় তিনি গণতন্ত্র, সাহস ও সততার প্রতীক হিসেবে হাঁস মার্কায় ভোট প্রার্থণা করেন।
জনসভায় রুমিন ফারহানা আরো বলেন, ‘১৯৭৩ সালে আমার বাবা সংসদ নির্বাচনে পাস করলেও সেটা হতে দেওয়া হয়নি। বাবা যত দিন বেঁচে ছিলেন, তত দিন এই কষ্ট তার মনে ছিল।
তিনি বলেন, ‘যারা একটি মামলা (সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে) করে ঘরের চিপায় লুকায় তাদের হুমকিতে ভীত হওয়ার কিছু নেই। আমার সমর্থকদের পশম ধরার আগে আমাকে আঘাত করতে হবে। এ আসনে মিডিয়া, বিদেশি পর্যবেক্ষকসহ নির্বাচন সংশ্লিষ্টদের নজর থাকবে। তাই এখানে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করি।
