ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানা শোরুম ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে জেলা ছাত্রদলের আয়োজনে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। ফিলিস্তিনে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
গতকালের ভাঙচুর-লুটপাট নিয়ে বিএনপির প্রচার সম্পাদক টুকু বলেন, যারা এই আন্দোলনের নামে ভাঙচুর ও লুটপাট করছেন, তারা কখনো মুসলিম হতে পারেন না। যারা ভাঙচুর করছেন, তারা দেশকে অস্থিতিশীল করতে চান, তারা সাবধান হয়ে যান। যারা ভাঙচুর করেছেন, তারা আওয়ামী লীগের দোসর।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘ইসরায়েলের সব পণ্য আমাদের বয়কট করতে হবে। আমরা এই টাঙ্গাইলের মাটি থেকে এই শপথ করছি, ইসরায়েলের পণ্য বয়কট।’
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. আব্দুল বাতেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।