English

22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

মুন্সীগঞ্জ-১আসনে এনসিপির মনোনয়ন নিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

- Advertisements -

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই বিপ্লবে শহীদ পরিবারের দুই সদস্য। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে তারা মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

শহীদ পরিবারের সদস্যদের মধ্যে শহীদ সাইদুল ইসলাম শোভনের পিতা মোহাম্মদ নজরুল ইসলাম এবং শহীদ আল-আমীন খলিফার পিতা আইয়ুব খলিফা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মনোনয়ন নেওয়ার খবরে এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।

মনোনয়ন সংগ্রহ শেষে মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ করেন, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি থেকে আওয়ামী লীগের পরিবারের সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এমপি হলে জুলাইয়ের শহীদ পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে তিনি মনোনয়ন পেলে শহীদ পরিবারের ন্যায্য অধিকার ও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে মনোনয়ন নেওয়া আইয়ুব খলিফা বলেন, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছি। কিন্তু আজও সেই দেশে ফ্যাসিবাদের ছায়ায় পড়তে বসেছে। স্বৈরাচারী শক্তির প্রতিনিধিরা এমপি হলে, শহীদ পরিবারগুলোর সদস্যরা সবচেয়ে বেশি ক্ষতি শিকার হবে। তাই জনগণের আস্থা নিয়ে নির্বাচনে দাঁড়াতে চাই।

এনসিপির দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে দলটি প্রার্থী চূড়ান্ত করার আগে স্থানীয় জনমত, রাজনৈতিক বাস্তবতা এবং শহীদ পরিবারের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছে দলটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ymgi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন