ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নেতা বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাচাই করে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
এ ছাড়া এ আসনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দুইবারের সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধা, জেএসডি মনোনীত প্রার্থী তৈমুর রেজা শাহজাদ, বাংলাদেশ ইসলামি আন্দোলন (চরমোনাই) মাওলানা নেছার আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাওলানা আশ্রাফ উদ্দিন মহদি আজহারী, গণ অধিকার পরিষদের জিহাদ হোসেন লিটন ও খেলাফত মজলিশ মনোনীত আবুল ফাহাহ মো. মাসুকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে রুমিন ফারহানা ও এস এন তরুন দে-কে বহিষ্কার করা হয়।
