English

27.6 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

সমকামিতার অভিযোগ নিয়ে যা বললেন তাসনিম জারা

- Advertisements -

নিজের বিরুদ্ধে ওঠা সমকামী অ্যাকভিস্টের অভিযোগ নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ডা. তাসনিম জারা। তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো:

রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ। তাদের দাবি হচ্ছে আমি ব্র্যাকের সাথে এই কাজ করি। আমি এ বিষয়ে সত্যটা তুলে ধরবো। যাতে কোনটা সত্য আর কোনটা তাদের বানানো গল্প সেটা আপনি নিজেই ধরতে পারেন।

ব্র্যাকের সাথে SRHR নিয়ে সচেতনতামূলক তিনটি ভিডিও আমি তৈরি করেছি। এই তিনটি ভিডিওই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেয়া আছে এক বছরের ও বেশী সময় যাবত। লক্ষ লক্ষ মানুষ ভিডিওগুলো দেখেছেন। হাজার হাজার মানুষ কমেন্ট করে জানিয়েছেন ভিডিও থেকে তারা উপকার পেয়েছেন। প্রতিটা ভিডিওতে ব্র্যাকের নাম ও লোগো খুব স্পষ্টভাবে দেয়া আছে – কোন লুকোছাপা নেই।

ভিডিওগুলোর বিষয়বস্তু আমি তুলে ধরছি এবং সাথে লিঙ্ক ও দিয়ে দিচ্ছি – আপনি নিজেও চেক করে নিবেন।

ক) প্রথম ভিডিওর বিষয়বস্তু ছিলো অনিয়মিত মাসিক বোঝার উপায় কী এবং মাসিক অনিয়মিত হলে করণীয় কী? মেয়েদের মাসিক প্রতিমাসে নির্দিষ্ট বিরতিতে হয় না, এটা স্বাভাবিক। তবে এই তথ্য না জানার কারণে অনেকে দুশ্চিন্তায় থাকেন। এই ধারণা দূর করা ও কী হলে ডাক্তারের কাছে যেতে হবে সেটা জানানোই ছিলো ভিডিওটার মুল বিষয়বস্তু। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/402849398757714)

খ) স্বপ্নদোষ হলে অনেকে দুশ্চিন্তা করেন যে তাদের শরীর দুর্বল হয়ে যায়। আবার কতবার স্বপ্ন দোষ হওয়া স্বাভাবিক তা নিয়েও অনেকের দুশ্চিন্তা করেন। এটা নিয়ে ছিলো দ্বিতীয় ভিডিও। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/667255245426418)

গ) তৃতীয় ভিডিওটা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি দুশ্চিন্তা দূর করার কিছু প্রমাণিত টেকনিক শিখিয়েছি। (https://www.facebook.com/DoctorTasnimJara/videos/420114260452412)

এই তিনটা ভিডিওর কমেন্ট পড়লে দেখবেন কত মানুষের উপকার হয়েছে। এই কাজকে যারা গে অ্যাক্টিভিজম হিসেবে তুলে ধরছেন, তাদের উদ্দেশ্য কী সেটা তাদের নাম-পরিচয় ও আগের পোস্ট গুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন।

উল্লেখ্য, ব্র্যাকের সাথে এটা আমার এক মাত্র কাজ না। ব্র্যাকের সাথে আমি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় সংক্রান্ত একটা প্রোজেক্টে কাজ করেছি। করোনা কালীন সময়েও কাজ করেছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w0wy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন