English

34 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

সরকারের দুর্নীতি মানুষের জানা হয়ে গেছে: গয়েশ্বর

- Advertisements -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের দুর্নীতি মানুষের জানা হয়ে গেছে। জাতি এ থেকে মুক্তি চায়।

Advertisements

আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণ কিন্তু এখন তার ভাগ্যের রদবদল সম্পর্কে সচেতন। কারণ অপরাধীরা কোনো না কোনোভাবে ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আইনের আওতা থেকে মুক্তি পায়। জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের শাস্তি হয় না। যেটা আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত, সেটাও হয় না।

Advertisements

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গেলে কেউ না কেউ আসবেন। সেটা যদি বিএনপি আসে, আপনারা ভবিষ্যতে কী করবেন? এটা মনে হয় জনগণকে জানানো খুব জরুরি। কারণ বর্তমান সরকারের দুর্নীতি মানুষের জানা হয়ে গেছে। জাতি এ থেকে মুক্তি চায়।’

তিনি আরো বলেন, এখন জিয়াউর রহমানের কথা আমাদের মনে করতে হবে। তিনি কথা কম বলে কাজ বেশি করতেন। অনেক কথা বলা হয়ে গেছে, কাজ বাকি আছে। আমরা সেই দিকে মনোযোগী হবো। প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেবো।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন