সরকারের সমালোচনা করার কারণ জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘স্রোতের বিপরীতে গিয়ে আমি কেন শুরু থেকেই এই সরকারের সমালোচনা করেছি। কারণ, এই সরকারের কয়েকজন উপদেষ্টাকে আমি ২০১৮ সাল থেকে চিনি।
তিনি বলেন, ‘কোনো কোনো উপদেষ্টার মনোভাব এমন যে, প্রশাসন ও সরকারের দপ্তর ও সেক্টর থেকে আওয়ামী সুবিধাভোগীদের সরিয়ে দিলে সব তো বিএনপি-জামায়াত ঢুকে পড়বে। আমরা তো আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কাজ করাতে পারব। কিন্তু বিএনপি-জামায়াত তো আমাদের কথা শুনবে না।
এভাবে তারা পুরো আওয়ামী সেটাপ রেখে দিয়েছে। যে কারণে আওয়ামী পুলিশ আওয়ামী লীগকে গ্রেপ্তার করে না। গ্রেপ্তার হলেও আওয়ামী বিচারক বা জাজের মাধ্যমে জামিন পেয়ে যায় তারা। এই সরকার ৯ মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে তো যায়-ই নি, বরং সর্বত্র আ.লীগ পুনর্বাসন করেছে। ’
রাশেদ আরো বলেন, ‘আজকে শেষরাতে সরকারের সবুজ সংকেত পেয়ে পুত্র-শ্যালকসহ ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে।
ইতিপূর্বে ওবায়দুল কাদেরসহ যারা পালিয়েছে, তারাও সরকারের সবজু সংকেত পেয়েই পালিয়েছে। এই সরকারকে আপনারা আরো ৫ বছর সময় দেন, যাতে তারা আ.লীগকে পুরোপুরি ব্যাক করাতে পারে। ’