English

31 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
- Advertisement -

সরকারের সমালোচনা করার কারণ জানালেন রাশেদ

- Advertisements -

সরকারের সমালোচনা করার কারণ জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘স্রোতের বিপরীতে গিয়ে আমি কেন শুরু থেকেই এই সরকারের সমালোচনা করেছি। কারণ, এই সরকারের কয়েকজন উপদেষ্টাকে আমি ২০১৮ সাল থেকে চিনি।

এই সরকারের বিভিন্ন জায়গায় ১/১১ এর দোসররা বসে আছে। উপদেষ্টা পরিষদেরই আওয়ামী সুবিধাভোগীরা। এই উপদেষ্টা পরিষদের কয়েকজন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সঙ্গে জড়িত। এই সরকারের দুজন প্রভাবশালী উপদেষ্টা মিলে তিনজন ডামি এমপি জামিন করানোর তথ্য আমার কাছে এসেছে।
একজন ছাত্র উপদেষ্টা একজন ডামি এমপিকে পুনর্বাসন করেছে। ’ 

তিনি বলেন, ‘কোনো কোনো উপদেষ্টার মনোভাব এমন যে, প্রশাসন ও সরকারের দপ্তর ও সেক্টর থেকে আওয়ামী সুবিধাভোগীদের সরিয়ে দিলে সব তো বিএনপি-জামায়াত ঢুকে পড়বে। আমরা তো আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কাজ করাতে পারব। কিন্তু বিএনপি-জামায়াত তো আমাদের কথা শুনবে না।

এভাবে তারা পুরো আওয়ামী সেটাপ রেখে দিয়েছে। যে কারণে আওয়ামী পুলিশ আওয়ামী লীগকে গ্রেপ্তার করে না। গ্রেপ্তার হলেও আওয়ামী বিচারক বা জাজের মাধ্যমে জামিন পেয়ে যায় তারা। এই সরকার ৯ মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে তো যায়-ই নি, বরং সর্বত্র আ.লীগ পুনর্বাসন করেছে। ’

রাশেদ আরো বলেন, ‘আজকে শেষরাতে সরকারের সবুজ সংকেত পেয়ে পুত্র-শ্যালকসহ ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে।

ইতিপূর্বে ওবায়দুল কাদেরসহ যারা পালিয়েছে, তারাও সরকারের সবজু সংকেত পেয়েই পালিয়েছে। এই সরকারকে আপনারা আরো ৫ বছর সময় দেন, যাতে তারা আ.লীগকে পুরোপুরি ব্যাক করাতে পারে। ’

সবশেষে তিনি বলেন, ‘আজকে লিখে রাখেন, এদের আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের কোনো মুরোদ নাই, বরং এরা বিদেশিদের চাপে আ.লীগকে নির্বাচনে নেওয়ারও পাঁয়তারা করবে। এরা সংস্কারের মূলা ঝুলিয়ে জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছে, মূলত এরা গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে অবস্থান করছে।’
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন