প্রত্যাশা ২০২১ ফোরাম এর উদ্যোগে আগামীকাল শনিবার,৫ ডিসেম্বর ২০২০ বিকাল ৪ টায় ‘মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি ও নাগরিক সমাজের ভাবনা’ শীর্ষক একটি অনলাইন সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে সম্মানিত প্রধান আলোচক হিসেবে অনলাইনে যুক্ত থাকবেন ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির সভাপতি, সাবেক সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং নিউইয়র্কে জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন ও দারিদ্র্য বিমোচন বিভাগের সাবেক পরিচালক জনাব ড. সেলিম জাহান।সভাপতিত্ব করবেন প্রত্যাশা ২০২১ ফোরাম এর চেয়ারম্যান জনাব এস এম আজাদ হোসেন।
স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন প্রত্যাশা ২০২১ ফোরাম এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব,নির্বাহী সদস্য জনাব আতাউর রহমান মিটন।পরিচালনা করবেন প্রত্যাশা ২০২১ ফোরাম এর সদস্য সচিব জনাব রুহী দাস।
মূল বক্তব্য উপস্থাপন করবেন জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক,নির্বাহী সদস্য জনাব শিউলি শর্মা। এছাড়াও সুশীল সমাজের ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। সেমিনারটি সরাসরি ফেসবুক লাইভে দেখা যাবে।
অনলাইন সেমিনারে সবাইকে যুক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
‘মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি ও নাগরিক সমাজের ভাবনা’ শীর্ষক অনলাইন সেমিনার আগামীকাল
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tg65
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন