Print

নিরাপদ নিউজ

মডেল ও চলচ্চিত্র নায়িকা সুমনা রহমানের পার্লার উদ্বোধন

Nsc Sohag
প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০১৮ , ১২:৫৮ পূর্বাহ্ন | আপডেট: এপ্রিল ২, ২০১৮, 1:26 am

মডেল ও চলচ্চিত্র নায়িকা সুমনা রহমানের পার্লার উদ্বোধন

নিরাপদ নিউজ: আধুনিক সুবিধা ও ফ্যাশনের সাথে চল স্লোগানে খিলগাঁওয়ের ‘বি’ ব্লকে উদ্বোধন করা হলো ‘কালার ড্রিম’ নামে বিউটি পার্লার। পার্লারটি উদ্বোধনে বর্ণাঢ্য আয়োজন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি আবদুর রহমান। চলচ্চিত্র নায়িকা ও মডেল সুমনা রহমান এই পার্লারটি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, মহান আল্লাহ্ তা’আলার রহমতে আমার জীবনের আজ আর একটা স্বপ্ন পূরণ হলো। এই পার্লারটি পরিচালনায় আমি যেন সফল হতে পারি সবাই দোয়া করবেন। এবং সঠিক ভাবে যেন এগিয়ে যেতে পারি। সুমনা রহমান মডেল হিসেবে নিজের সুনাম অর্জন করে নাম লেখান চলচ্চিত্রে। চু চু ডায়পারের বিজ্ঞাপনে সুমনা অতি পরিচিত একটি মুখ। বিজ্ঞাপনটির নির্মাতা মাসুদ কায়নাত। তিনি বলেন সুমনা প্রতিটি কাজেই সিনসিয়ার। আমার বিশ্বাস ব্যবসায়ী হিসেবেও সে সফল হতে পারবে। সুমনা রহমান খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে নাম লেখান। সোহান আরেফিন শুভর সাথে সুমনাকে জুটিবদ্ধ করে একটি ছবি নির্মাণ করছেন। মডেলিং ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতেও খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের গানের মডেল হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন। এবার তিনি পার্লার ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করলেন। পার্লারটি প্রতিষ্ঠা করেছেন খিলগাঁও RAB-3 লেনে ৩৮২/বি, ঢাকা- ১২১৯ হোল্ডিংয়ে।