English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
- Advertisement -

জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির দিবার্ষিক নির্বাচন ২৯ নভেম্বর

- Advertisements -

নূর ই আলম হোসেন, জয়পুরহাট: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর।

জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। ঐদিন বেলা ১১ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সাধারণ সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, সেক্রেটারি পদে ৬ জন ও সাধারণ সদস্য পদে বিশজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জয়পুরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান বলেন,রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ইতিহাসে এবারই প্রথম প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন হচ্ছে ।

উল্লেখ্য যে, জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জনাব জেসমিন নাহার কে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করে ছয় সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক জনাব আফরোজা আকতার চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার জনাব জেসমিন নাহার বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন।
দেশের আপামর জনসাধারণ তথা আর্ত মানবতার সেবায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরন এবং ঘূর্ণিঝডে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে থাকেন। জাতির এই সেবামূলক প্রতিষ্ঠান সুন্দর ও সুষঠভাবে পরিচালনার লক্ষ্যে একটি অবাধ,স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ldjv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন