English

26.8 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

বগুড়ায় বিএনপির সভায় চেয়ার-টেবিল ভাঙচুর, হট্টগোল ও ধাওয়া পাল্টা ধাওয়া

- Advertisements -

বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে প্রতিনিধি সভায় চেয়ার-টেবিল ভাঙচুর, হট্টগোল ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এসময় জেলা বিএনপির কার্যালয়ের আশপাশের পথচারীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার ঘটনার পর জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিস্থিতি পুরোই শান্ত হয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার বিকালে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে জেলা, উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির সকল আহ্বায়ক কমিটির মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
সভার একপর্যায়ে কয়েকজন যুবক শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে হট্টগোল শুরু করে। যুবকদল সিনিয়র নেতাদের কথা না শুনেই চেয়ার তুলে ছুঁড়তে থাকে। টেবিলে ভাঙ্গার চেষ্টা করে। এসময় সভায় উপস্থিত জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা হট্টগোল করা যুবকদের ধাওয়া করে।
এসময় বিএনপি কার্যালয় থেকে যুবকরা বের হয়ে মুখোমুখি হয়ে মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। খবর পেয়ে বগুড়া সদর থানার আওতায় থাকা সদর ফাঁড়ি পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করে।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, প্রতিনিধি সভা চলাকালে কয়েকজন যুবক হট্টগোল করার চেষ্টা করেছে। যারা এমন কাজ করেছে তাদের চিহ্নিত করা হবে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শহর থেকেই কিছু যুবক বিএনপি অফিসে হট্টগোল করে। এনিয়ে সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ না থাকায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oubh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন