English

14.9 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

ভলিবল খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ সদস্য

- Advertisements -

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস মাঠে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আব্দুল আলীম (৫১) নামে একজন পুলিশ উপ-পরিদর্শকের (এসআই-সশস্ত্র) মৃত্যু হয়েছে।

তিনি পাবনার সুজানগর উপজেলার বারইপাড়া পোড়াডাঙ্গা গ্রামের মৃত বন্দের আলী খানের ছেলে। তিনি পুলিশ লাইনসেই কর্মরত ছিলেন।

জেলা পুলিশ ও পুলিশ লাইনস সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় অবস্থিত পুলিশ লাইনসে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন আলীম।

এ সময় পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরুর পরপরই সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর সহকর্মী নায়েক আব্দুল মোমিন বলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বড় মেয়ের বিয়ে হয়েছে ও ছোট মেয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে পড়েন।

তাঁর পরিবার বর্তমানে সুজানগরের আরেপপুর হাজীর হাট এলাকায় বসবাস করে। তিনি প্রায় ৩১ বছর চাকরি করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ শেষে এসআই আলীমের মরদেহ তাঁর দেশের বাড়িতে পাঠানো হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2dlv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন