English

35 C
Dhaka
শনিবার, মে ১০, ২০২৫
- Advertisement -

মাইরের ওপর কোনো আইন নাই: এমপি আয়েন

- Advertisements -

মাইরের ওপর কোনো আইন নাই বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। নিজ আসনের মোহনপুর উপজেলায় সাংবাদিকতা পেশার আড়ালে চাঁদাবাজি, মাদকব্যাবসার সঙ্গে যারা জড়িত এবং মাদকাসক্ত তাদের উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৭ আগস্ট রাতে কেশরহাট পৌরসভায় আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
জনসভায় সাংবাদিকদের উদ্দেশে আয়েন উদ্দিন বলেন, ‘আপনি মাদকের ব্যবসা করবেন, নিরাপদে মাদক সেবন করবেন— আগে তাদের বাইবেন (বাঁধবেন) কিন্তু।… কত বড় সাংবাদিক আমি দেখতে চাই।… আপনি মানুষেরে ভয় দেখাবেন, আপনি বলবেন এই কথাটি লিইখ্যা দিবো, পেপারে দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিবো…।’
হুঁশিয়ারি দিয়ে এ সংসদ সদস্য আরও বলেন, ‘তথ্য সন্ত্রাস আইন করা হয়েছে বাংলাদেশে। তথ্য সন্ত্রাস আইন কিন্তু কঠিন আইন। আর তার চেয়ে বড় আইন আছে এই জনগণ। কিলের ওপর, মাইরের ওপর কোনো আইন নাই। এমন মাইর, এমন ধাতানি দিবেন যাতে ওই গদি ফেলে যেতে বাধ্য হয়।’
জনসভায় তার এমন বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আইন প্রণেতা মো. আয়ন উদ্দিন বলেন, ‘আমার বক্তব্যটি কেবলমাত্র সেই সাংবাদিকদের উদ্দেশে যারা সাংবাদিকতার নামে বিভিন্ন অপরাধে জড়িত।’
তিনি আরও বলেন, ‘আমি সত্যিকারের নিবেদিতপ্রাণ সাংবাদিকদের সম্মান রক্ষার জন্য এই বক্তব্য দিয়েছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন