বগুড়ার শিবগঞ্জে জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে অভিযানে মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর।
বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায় রায়নগর ইউনিয়নে পিটাহারি তলা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সময় মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে দন্ড বিধি ১৮৬০ সালের (২৬৯) ধারায় , ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে সহযোগিতা করেন, শিবগঞ্জ থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন এস আই জিল্লালুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী আনোয়ারুল ইসলাম ।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর গণমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসন্ন শীত কে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ রোধে দ্বিতীয় পর্যায়ে সবাই কে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ru9u
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন