বগুড়া জেলার শাজাহানপুর থানার ঢাকা–রংপুর মহাসড়কে হাইওয়ে পুলিশের টহল দলের দ্রুত অভিযানেই রক্ষা পেলেন এক ট্রাকচালক ও তার হেলপার।
অদ্য ০৪ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ০২:৪০ মিনিটে ঢাকামুখী লেনে বি–ব্লক ওভারপাস অতিক্রম করে ফুটওভার ব্রিজের সামনে পৌঁছালে দুইজন ছিনতাইকারী ট্রাক ঢাকা মেট্রো ট–২৪–৫২৯২ কে থামিয়ে চালক মোঃ রাজু ও হেলপার মোঃ সুমন এর নিকট ছিনতাইয়ের চেষ্টা চালায়।
ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় একজন ছিনতাইকারী, মোঃ এরশাদুল (৪২) পিতা: মৃত রেহেল উদ্দিন গ্রাম: রহিমাবাদ উত্তরপাড়া
থানা: শাজাহানপুর, বগুড়া—কে আটক করতে সক্ষম হয়।
তার কাছ থেকে একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে ছিনতাইকারীদের হামলায় সামান্য আহত ট্রাকচালক রাজু ও হেলপার সুমনকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
হাইওয়ে পুলিশের এ তৎপরতায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
