English

28.6 C
Dhaka
শনিবার, আগস্ট ৩০, ২০২৫
- Advertisement -

বগুড়ায় অসহায় গরীব ১ হাজার মানুষের এক বেলা খাবারের ব্যতিক্রম আয়োজন

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়া সদরের পীরগাছা বন্দরে গরীব, দুঃখী, এতিম ও অসহায় মানুষের এক বেলা পেটপুরে দুপুরের খাবারের ব্যতিক্রম আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় পীরগাছা কাঁচা বাজার, নূর হোটেল সংলগ্ন স্থানে লাহিড়ীপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুবেল সাকিদার এ ব্যতিক্রম আয়োজন করেন। প্রায় ১ হাজার অসহায়, গবীর এতিম ও ছিন্নমূল মানুষকে এক বেলার জন্য ভালো খাবারের আয়োজন করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই উদ্যোগের প্রধান সমন্বয়কারী মানবিক সাবেক ইউপি সদস্য রুবেল সাকিদার বলেন, পৃথিবীতে গরীবদের কেউ নেই- কথাটিকে ভুল প্রমাণ করার চেষ্টা থেকেই ৫ বছর ধরে আমি এই ব্যতিক্রমী আয়োজন করে থাকি।

এরই ধারাবাহিকতায় আজও ব্যাপক আয়োজনে এলাকার ১ হাজার গরীব অসহায়, এতিম মাদ্রসা ছাত্রদের নিয়ে এ ব্যতিক্রম খাবারের আয়োজন করেছি। নিম্ন আয়ের মানুষরা একবেলা তৃপ্তিমতে খেয়ে পেরে আমরাও পরিতৃপ্ত হয়েছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুরে দীর্ঘ লাইনে বসে তৃপ্তি নিয়ে খাচ্ছেন শতশত অসহায় মানুষ। স্বাদ এবং মানের কথা বেশ ভালো বলে জানান তারা। খাবারের আয়োজনে ছিল সাদা ভাত, খাসির গোস্ত দিয়ে আলুঘাটি, দই, মিষ্টি। এ খাবারে অংশগ্রহণ করেছিল হিন্দু, মুসলিনসহ সকল ধর্মের মানুষ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mr9e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন