English

34 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

বগুড়ার শিবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ডিসেম্বর) বিকালে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও গ্রাম উন্নয়ন কর্ম সংস্থা (গাক) এর সহযোগিতায় কিচক ইউনিয়নের সাতানা গ্রামে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনজুরুল আলম, তিনি বলেন, বর্তমানে তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবণতার বেড়ে গেছে। আত্মহত্যা জীবনের কোন সমাধানের পথ হতে পারে না।

সাম্প্রতিক আত্মার কারণ হিসাবে দেখা যায়, পারিবারিক নির্যাতন, কলহ, শারীরিক-মানসিক নির্যাতন, কিশোরদের মোবাইলে ভিডিও গেম আসক্তি, প্রেম ভালবাসা, মানসিক দুঃচিন্তা প্রত্যহ জীবনের অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও মাদকের কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

নিজেকে নিয়ে ভাবতে হবে। এক কথায় নিজেকে শেষ করা বোকামি। তাই প্রত্যেক অভিভাবককে আগে সচেতন হতে হবে। আপনার সন্তান কি করছে কাদের সঙ্গে সঙ্গদিচ্ছে সেদিকে সজাগ থাকতে হবে।

Advertisements

এতে আরও বক্তব্য রাখেন, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর যুগ্ম উপ-পরিচালক হাসান আশরাফুজ্জামান।

সাংবাদিক রশিদুর রহমান রানার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য গ্রাম উন্নয়ন কর্ম এর জোনাল ম্যানেজার আতাউর রহমান, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, কামরুল হাসান, সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর, কৃষকলীগ নেত্রী ফাইমা আকতার, নিরাপদ সড়ক চাই এর কোষাধ্যক্ষ সোহাগ আহমেদ প্রমূখ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন