বগুড়ার শিবগঞ্জ উপজেলা মাঝিহট্র ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) বিকেল ৫টায় মাঝিহট্ট ইউনিয়নের দামগড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে শিবগঞ্জ থানার আয়োজনে স্থানীয় ইউনিয়নবাসীদের নিয়ে এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাঝিহট্ট ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি জনাব এম শামসুল হকের সভাপতিত্বে, উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, পুলিশ পরিদর্শক অপারেশন হরিদাস মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাঝিহট্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আকবর আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা গফুর মন্ডল, সমাজ সেবক জনাব তরিকুল ইসলাম, ছাত্রনেতা শাহ কামাল তালুকদার, সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9qvx
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন