‘আইন না! সচেতনতাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে’ শীর্ষক ব্যতিক্রম বিতর্ক প্রতিযোগিতা বগুড়ার নন্দীগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম পর্যায়ে জনসচেতনতা বাড়াতে রোববার দুপুরে উপজেলার রনবাঘা উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি ও বগুড়া লাইট হাউস। এসময় ৭০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। ইউএসএআইডির আর্থিক সহায়তায় বাস্তবায়ন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
রনবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের সভাপতিত্বে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন। এতে স্বাগত বক্তব্য দেন লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারি রশিদা খাতুন।
এসময় একাডেমি সুপারভাইজার নাছরিন সুলতানা, লাইট হাউসের উপজেলা সমন্বয়কারী ছালমা খাতুন সহ বিদ্যালয় ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি-শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ts69
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন