সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহালের কাশেম মারা বটতলা এলাকায় ধান খেতের পাশে ডোবার কচুরিপানার নিচ থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালগুলো কচুরিপানার নিচে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল।
শনিবার বিকেলে পুলিশ ও স্থানীয়রা ডোবায় তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করেন। প্রাথমিক ধারনা করা হচ্ছে, এটি গত ৯ অক্টোবর নিখোঁজ হওয়া সলঙ্গার অলিদহ দক্ষিনপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে, অটোরিকশা চালক আমিনুল ইসলামের।
স্থানীয়রা জানান, ডোবার কচুরিপানার ভেতরে কঙ্কাল দেখতে পেয়ে তারা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে প্যান্টের ভিতরে থাকা দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করে। এছাড়া একই স্থান থেকে পচে যাওয়া একটি শার্টের কলারও উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা কচুরিপানার নিচে আরও তল্লাশি চালিয়ে মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করেন। কঙ্কালের সাথে থাকা প্যান্ট ও শার্টের অংশ দেখে আমিনুল ইসলামের মা মরদেহ শনাক্ত করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে আমরা প্যান্টের ভিতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করেছি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মাথার খুলিসহ শরীরের অন্যান্য অঙ্গ উদ্ধার করা হয়েছে। এগুলো থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কঙ্কালগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।