বগুড়ার শিবগঞ্জে অবস্থিত সার্কের রাজধানী খ্যাত ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব হুমায়ুন কবীর।
০৯ সেপ্টেম্বর বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার জনাব হুমায়ুন কবীর প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়াও তিনি মহাস্থান হযরত শাহ সুলতান মাহি সাওয়ার বলখি (রঃ) এর মাজার, গোবিন্দভিটা, জাহাজ ঘাটা, মহাস্থান জাদুঘড়, মসলা গবেষণা কেন্দ্র, গোকুল বেহুলা লঙ্খিনদারের বাসরঘড় ও ভাসু বিহার পরিদর্শন করেন।
এসময় তার সফরসঙ্গী ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, কাস্টডিয়ান রাজিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন এ্যান্ড কমিউনিটি পুলিশিং) হরিদাস মন্ডল প্রমূখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন