English

16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
- Advertisement -

জয়পুরহাটে গণভোট উপলক্ষে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ নূর ই আলম হোসেন: দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য “হ্যাঁ” ভোট দিন’—এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ রবিবার সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ৭৫০ জন ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া।

তিনি তার বক্তব্যে জাতীয় পর্যায়ে গণভোটের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে সচেতন ও সক্রিয়ভাবে ভোটদানে উৎসাহিত করতে ইমামদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও ভোটাধিকার প্রয়োগের কারিগরি দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে প্রতিটি ভোটের মূল্য অপরিসীম। সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে এবং পরিবর্তনের পক্ষে জনমত গঠনে ধর্মীয় নেতৃবৃন্দের সামাজিক প্রভাবকে কাজে লাগানোর ওপর সম্মেলনে গুরুত্বারোপ করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/htkx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন