নওগাঁর মান্দা উপজেলার একটি আমবাগান থেকে ১৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভুট্টুর আমবাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এসময় মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী গিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jxkv