English

29.4 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

বগুড়ার ধুনটে ভোটের মাঠে স্বামীর সঙ্গে স্ত্রীর লড়াই!

- Advertisements -

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার ধুনট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটযুদ্ধে নেমেছেন স্বামী-স্ত্রী। তারা হলেন, উপজেলার চালাপাড়া গ্রামের সাহেদ আলী ও তার স্ত্রী নাজমা খাতুন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ওই নির্বাচনে ৮নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- শাহজামাল, আবুল কাসেম, শাহেদ আলী ও তার স্ত্রী নাজমা খাতুন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৪৭৮ জন।
বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই ভোটাদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এর ফলে ভোটাররা বিপাকে পড়েছেন।
তফসীল অনুযায়ী ৪ নভেম্বর যাচাই-বাছাইয়ে নাজমা খাতুনের মনোনয়নপত্র বৈধ এবং তার স্বামী সাহেদ আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে সাহেদ আলী এ বিষয়ে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপীল আবেদন করেছেন। সোমবার (৮ নভেম্বর) সাহেদ আলীর আপীল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
চালাপাড়া গ্রামের ভোটার মোকবুল হোসেন বলেন, ‘স্বামী-স্ত্রী সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। কাকে ছেড়ে কাকে ভোট দেব। প্রার্থীদের চেয়ে আমরাই বেশি চিন্তায় আছি।’
একই গ্রামের ভোটার আনিছা খাতুন বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই আমাদের বাড়িতে ভোট চাইতে এসেছিলেন। কাউকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেইনি। যোগ্য প্রার্থী দেখেই এবার ভোট দেব।’
সাহেদ আলী বলেন, কোনো কারণে আমার মনোনয়নপত্র বাতিল হলে সে ক্ষেত্রে স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপীল আবেদনে আমার প্রার্থিতা বৈধ হবে বলে আশা করছি। এখন দুজনই মাঠে আছি।
নাজমা খাতুন বলেন, প্রার্থী যখন হয়েছি, প্রচারণা চালিয়ে যাচ্ছি। দেখি জনগণ কি রায় দেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0a6a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন