বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের বসত বাড়িতে হামলা, সীমানা প্রাচীর ভাংচুর, খড়ের পালায় আগুন থানায় অভিযোগ। অভিযোগ সূত্রে জানা যায়, উপজলোর মাঝিহট্ট ইউনিয়নের কৃষক সুজাত আলী খাঁ এর সঙ্গে একই গ্রামের রাজ্জাক এর ছেলে মোঃ মিলটন গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছে।
এর জের ধরে গত ১৮ ডিসেম্বর মিলটন, বেলাল সহ বেশ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা কৃষকের বসত বাড়ীর সীমানা প্রাচীর ভাংচুর করে।
এতেও তারা ক্ষান না হয়ে রাতের বেলায় প্রতিপক্ষরা ওই কৃষকের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে কৃষক সুজাত আলী খাঁ জানান, প্রতিপক্ষরা হঠাৎ করে আমার বসত বাড়িতে হামলা চালায় ও রাতের বেলায় আমার খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে ৪০ হাজার টাকা ক্ষতি সাধন করেছে।
তিনি আরো বলেন ইতিপূর্বে প্রতিপক্ষরা আমার বসত বাড়ীতে অগ্নি সংযোগ করেছিল। এবিষয়ে এসআই আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/k6c3
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন