বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫ হাজার ৫৮৭ জন করোনায় আক্রান্ত হলেন।
নতুন করে আক্রান্ত ৭২ জনের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ২৩ জন ও আটজন শিশু। এর মধ্যে সদর উপজেলার ৫৭ জন, শেরপুরে সাতজন, সোনাতলায় ছয়জন এবং শিবগঞ্জে দু’জন রয়েছেন।আজ শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় জেলা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, ৩২৪টি নমুনা পরীক্ষার বিপরীতে ৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত বগুড়ায় ৫ হাজার ৫৮৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৪ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১২৪ জন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2igy
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন