হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়ার আওতাধীন ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন তিন মাথা, বগুড়া নাদওয়াতুল উলামা হিফজ মাদ্রসায় মহাসড়ক পারাপারের বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার নাদওয়াতুল উলামা হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ শহিদ উল্লাহ, অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মহাসড়ক কখনোই দৌড়ে বা হঠাৎ করে পার হওয়া যাবে না। মহাসড়ক পার হওয়ার আগে দুই পাশ ভালো করে দেখে নিশ্চিত হয়ে পার হতে হবে। ফুটওভার ব্রিজ থাকলে তা ব্যবহার করতে হবে এবং আন্ডারপাস থাকলে সেটি ব্যবহার করতে হবে।”
তিনি আরও মহাসড়কে চলাচলের বিধি-নিষেধ ও নিরাপদ যাতায়াতের নিয়মাবলি বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় মাদ্রাসার প্রধান শিক্ষকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে পুলিশ সুপার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।