মাহমুদ হাসান নাঈম, গাইবান্ধা জেলা সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম এবং সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক এবং পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান আপেল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতারা বলেন, তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর জন্মদিনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেওয়া ছাত্রদলের দায়িত্ববোধেরই প্রকাশ। দোয়া ও মিলাদ শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
