English

31 C
Dhaka
মঙ্গলবার, মে ২৮, ২০২৪
- Advertisement -

বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

- Advertisements -
Advertisements
Advertisements

দিনাজপুরের বিরামপুরে খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় লিচুর বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সালমান রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মা সাজেদা খাতুন।

মা সাজেদা খাতুন বলেন, ‘দুপুরের দিকে রনি ও জীবন নামের দুই বন্ধু মিলে বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে আসে উদ্ভট আচরণ করতে থাকে।

এ সময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শিশু রনির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুন ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে তার মুখে বা গলায় লিচুর বিচি আটকে আছে কি না, এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন